কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দাবাই ভি, কড়াই ভি’, টিকা নিয়েও সতর্ক থাকার নয়া বার্তা প্রধানমন্ত্রীর

আনন্দবাজার (ভারত) নয়া দিল্লি প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১৪:২৯

বর্ষশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন স্লোগান ‘দাবাই ভি, কড়াই ভি।’ অর্থাৎ, টিকা নিয়েও সতর্ক থাকতে হবে।

ভারতে করোনাভাইরাসের টিকাকরণের প্রশাসনিক কাজকর্মের প্রস্তুতি শেষ পর্যায়ে। নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বললেন, টিকাকরণের পরেও করোনা বিধি পালনের সতর্কবার্তা মেনে চলতে হবে।

বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজকোটে এইমসের শিলান্যাস করেন মোদী। দাবি করেন, ‘‘করোনার টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি শেষধাপে। ভারতে তৈরি টিকাই সাধারণ মানুষ পাবেন।’’ এই সূত্র ধরেই মেদীর সতর্কবার্তা, ‘‘আমি আগে বলেছিলাম, যব তক দাবাই নেহি, তব তক ঢিলাই নেহি (অর্থাৎ যত দিন টিকা না, আসছে তত দিন কোনও শিথিলতা নয়)। কিন্তু ২০২১ সালে আমাদের মন্ত্র হবে, দাবাই ভি, কড়াই ভি (অর্থাৎ টিকা এলেও সতর্ক থাকতে হবে।’’)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও