কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাসপাতাল থেকে ছাড়া পেলেন থালাইভা, তবে ৭ দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে

আনন্দবাজার (ভারত) তামিল নাড়ু প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:৫০

চিন্তা বেড়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁর সিনেমার ক্লাইম্যাক্সের মতোই তেড়েফুঁড়ে ফিরে এলেন থালাইভা। শনিবার রাত থেকেই উন্নতি হয়েছিল শারীরিক অবস্থার। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৭০ বছরের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। গাড়িতে ওঠার পর ভক্ত-সমর্থকদের প্রতি তাঁকে হাত নাড়তেও দেখা যায়। তবে আপাতত তাঁকে এক সপ্তাহ সম্পূর্ণ বেডরেস্ট ও ন্যূনতম শারীরিক কাজকর্ম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে রজনীর ছবির শুটিং ও রাজনৈতিক দলের কাজ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিল।

গত ২৫ ডিসেম্বর রজনীকান্তকে ভর্তি করা হয়েছিল হায়দরাবাদের জুবিলি হিলের অ্যাপোলো হাসপাতালে। রজনীকান্ত অসুস্থ হয়ে পড়েন তাঁর ছবি ‘অন্নাথে’র শুটিং করতে গিয়ে। ক্রমাগত রক্তচাপ ওঠাপড়ার সমস্যার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করতে হয় রজনীকে। চিকিৎসকরা বিবৃতিতে জানান, ‘হাইপার টেনশন ও মাত্রাতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন অভিনেতা। তবে তাঁর রক্তচাপ এখন অনেকটাই স্বাভাবিক। বেশ কিছুটা সুস্থবোধ করছেন। আর তাঁর শারীরিক অবস্থার উন্নতির দেখেই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও