কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল বিজেপি শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি

এইসময় (ভারত) প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪২

কৃষকদের দাবি পূরণ না হলে, বিজেপি'র সঙ্গে সম্পর্ক ছেদের হুঁশিয়ারি আগেই দিয়েছিল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। কেন্দ্রের অনমনীয় মনোভাবে হতাশ হয়ে এনডিএ ছেড়ে শনিবার বেরিয়ে গেল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদেই যে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এনডিএ ছাড়ল, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজেপির এই শরিক। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল শনিবার নিজেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।




একই দিনে লোকসভার প্রাক্তন সাংসদ হরিন্দর সিং খালসাও (Harinder Singh Khalsa resigned) ইস্তফা দিয়ে বিজেপি'র সম্পর্ক ছিন্ন করেছেন। কারণ হিসেবে জানান, আন্দোলনরত কৃষকদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা যে 'অসংবেদনশীল' আচরণ করছেন, তা মন থেকে তিনি মেনে নিতে পারছেন না। তাই বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখতেই তিনি ইস্ততা দিয়েছেন। হরিন্দর সিং খালসা বলেন, 'কৃষি আইন বাতিলের দাবিতে পরিবার-বাচ্চাকাচ্চা নিয়ে কৃষকরা আজ রাস্তায় নেমে এসেছেন। এই ঠান্ডায় খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন। কেন্দ্র তবু নির্বিকার। কৃষকদের প্রতি কেন্দ্রের এই অসংবেদশীলতা তাঁকে ব্যথিত করেছে। তাই বিজেপি থেকে ইস্তফা দিলেন।' আম আদমি পার্টির প্রতীকে ফতেহগঢ় সাহিব থেকে জিতে সাংসদ হয়েছিলেন খালসা। আপ তাঁকে সাসপেন্ড করলে, তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও