কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কারচুপি করতেই ইভিএমে ভোট গ্রহণের আয়োজন: বিএনপি প্রার্থী সহিদুল

প্রথম আলো উজিরপুর প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:০৫

২০১৫ সালে আপনি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। তখন কারচুপির অভিযোগ এনে বলেছিলেন, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। এবার কী ভেবে প্রার্থী হলেন?

সহিদুল ইসলাম: দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় নির্বাচন রাতেই হয়ে যায়। যে কারণে ভোটার ও মানুষ ভোটকেন্দ্রে যান না। দল ও আমি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ার পরও নির্বাচনে যাওয়ার একটি কারণ হচ্ছে দলকে সুসংগঠিত করা এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখা। পাশাপাশি ভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসী ও এলাকার ভোটারদের আওয়ামী গণতন্ত্রের রূপ দেখানো। তারা ভোট ডাকাতির চিত্র অতীতে দেখতে পেয়েছে এবং সামনেও পাবে। এ কারণেই অংশ নেওয়া।

এবার প্রথমবারের মতো উজিরপুর পৌরসভায় ইভিএমে ভোট হবে। সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে কি কোনো শঙ্কা আছে?

সহিদুল ইসলাম: ইভিএম বিষয়ে ভোটারদের তেমন ধারণা নেই। এ বিষয়ে ভোটার অসচেতন। ক্ষমতাসীন দল ভোটে কারচুপি করতেই ভোটারদের অসচেতন রেখে ইভিএমে ভোট গ্রহণের আয়োজন করেছে। তবে সুষ্ঠ ভোট হলে ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও