কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষক বিক্ষোভ নিয়ে মোদীর আক্রমণ মমতাকে, পাল্টা আক্রমণে তৃণমূল

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৭:০২

কৃষক আন্দোলন নিয়ে শুক্রবার আক্রমণ-প্রতি আক্রমণে জড়িয়ে পড়ল বিজেপি-তৃণমূল। আরও স্পষ্ট করে বললে বিতন্ডায় জড়িয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেশের কৃষক সমাজের প্রতি বার্তা দিয়ে মমতার ক়়ড়া সমালোচনা করেন মোদী। তাঁর কটাক্ষ, ‘‘পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চিত করে মমতা পঞ্জাবের কৃষক আন্দোলনকে সমর্থন করছেন!’’ কালক্ষেপ না করে তৃণমূল শিবির থেকে সেই আক্রমণের জবাব দেন দলের প্রবীণ সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রীর দাবি সর্বৈব মিথ্যা।”

শুক্রবার অভিযোগের সুরে মোদী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে সরকার চালাচ্ছেন। রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দিচ্ছে না। ৭০ লক্ষ কৃষক অনলাইনে কৃষকনিধি সম্মান প্রকল্পের জন্য আবেদন করেছেন। আমার দুঃখ, যে সারা দেশে এই প্রকল্প চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা চালু করা যাচ্ছে না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও