কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিধায়কহীন নন্দীগ্রামে ৭ জানুয়ারি সভা করবেন মমতা

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এ বার সেই নন্দীগ্রামেই সবা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর সেরেই তিনি হাজির হবেন নন্দীগ্রামে। বুধবার তেমনই ইঙ্গিত মিলেছে তৃণমূল সূত্রে। আগামী ৭ জানুয়ারী নন্দীগ্রামের তেখালিতে দলীয় জনসভায় যোগ দেবেন মমতা।

যে তেখালিতে জনসভা করবেন মমতা, সেখানেই গত ১০ নভেম্বর সভা করেছিলেন শুভেন্দু। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু দাবি করেছিলেন, তিনিই নন্দীগ্রাম আন্দোলনের একমাত্র কান্ডারি। সে দিন তাঁর সভায় হাজির ছিলেন তমলুকের সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী-সহ নন্দীগ্রাম জমি আন্দোলনের প্রথম সারির নেতা আবু তাহের, পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও