কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

সমকাল পুঠিয়া প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২২:২৩

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবির বিরুদ্ধে অন্যের গাড়ি জোর করে নেওয়ার অভিযোগ এনে মামলা করা হয়েছে। ১৭ ডিসেম্বর ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন রাজধানীর মিরপুরের মনিরুজ্জামান। এতে তিনজনকে সাক্ষী করা হয়েছে।

আগামী ২৮ জানুয়ারি মামলার বিবাদী রবিকে ওই আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বাদী মনিরুজ্জামান উল্লেখ করেন, বিবাদী রবিউল ইসলাম রবির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও সুসম্পর্ক ছিল। মনিরুজ্জামান তার ঢাকা মেট্রো ঘ-১১-৬১৬৯ নম্বরের হুয়ানদাই প্রাডো মোটরসের ২০০৪ মডেলের জিপটি বিক্রির কথা বললে বিবাদী রবি সেটি কেনার ইচ্ছা প্রকাশ করেন। সম্পর্ক ভালো হওয়ায় গত ৩০ নভেম্বর মৌখিকভাবে তারা এটি ক্রয়-বিক্রয়ের চুক্তি করেন। গাড়ির মূল্য হিসেবে রবিউল ইসলাম তাকে ২৫ লাখ টাকা দিতে রাজি হন। সব টাকা পরিশোধ করা হলে মনিরুজ্জামানের থেকে রবি কাগজপত্র নেবেন এই শর্তে তখনই সেটি নিয়ে আসেন। কিন্তু রবি এখনও গাড়ির মূল্য বাবদ তাকে কোনো টাকা দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও