কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আল্লামা শফীকে জিম্মি করে মাদরাসাছাত্রদের ওপর নির্যাতন চলতো’

ইত্তেফাক আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা, হাটহাজারী প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫

আল্লামা শাহ আহমদ শফীকে জিম্মি করে আনাস মাদানির দোসররা মাদরাসার নিরীহ ছাত্রদের ওপর নির্যাতন চালাতো বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা। তারা বলেন, আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিলো।

বুধবার সকাল ১১টায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি করা হয়।

লিখিত বক্তব্য পেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আবছার আল আজহারী।

তিনি বলেন, আল্লামা আহমদ শফির মৃত্যু স্বাভাবিক ছিলো। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, আল্লামা শাহ আহমদ শফির স্বাভাবিক মৃত্যু নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যাচার করে যাচ্ছে। হযরতের ইন্তেকালের তিন মাস পর ঐ কুচক্রী মহল তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে একটি মিথ্যা মামলাও দায়ের করে। দায়ের কৃত মামলাটি রাজনৈতিক চক্রান্ত এবং দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি বলে আমরা মনে করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও