কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উন্নয়ন নিয়ে মমতার নিশানায় অমিত, পাল্টা খোঁচা বিজেপি-র

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ২০:৫৭

বাংলার উন্নয়ন হয়েছে কি না, তা নিয়েই দিনভর চলল তৃণমূল-বিজেপি তরজা। বিজেপির দাবি, স্বাধীনতার পর বাংলার যা আর্থসামাজিক পরিস্থিতি ছিল, এখন তার অবনতি হয়েছে। শাসকদল তৃণমূল অবশ্য বিজেপি-র সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সারা বাংলা ঝকঝক চকচক করছে। ঈর্ষাকাতর হয়ে এসব কথা বলা হচ্ছে।

উন্নয়নে রাজ্য সরকার ব্যর্থ। বঙ্গ সফরে এসে এই অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতার সরকারের একাধিক ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। অমিতের সেই দাবিগুলো মিথ্যা প্রমাণ করতে ময়দানে নামে তৃণমূল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা বলছেন বলে দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে ওই প্রকল্পগুলোতে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী সারা ভারতের মধ্যে দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজ, গ্রামীণ বাড়ি নির্মাণ, রাস্তা নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দক্ষতা উন্নয়ন, সংখ্যালঘু স্কলারশিপ, ই-গভর্নেন্স ও ই-টেন্ডারে বাংলা প্রথম।" একইসঙ্গে মমতা জানান, ভারতে জিডিপি বৃদ্ধির হার ৪.১৮ শতাংশ। আর পশ্চিমবঙ্গে জিডিপি বৃদ্ধির হার ৭.২৬ শতাংশ। এ ছাড়া শিল্প, কর্মসংস্থান ও কৃষিতে ভারতের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও