কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে মাংস আমদানি বেড়েছে

ইত্তেফাক প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:৪৭

দেশে ব্যাপকভাবে গবাদি পশুর মাংস আমদানি হচ্ছে। দেশীয় বাজার থেকে আমদানি মূল্য অনেক কম হওয়ায় মাংস আমদানি ক্রমশ বৃদ্ধির পাশাপাশি চাহিদাও বাড়ছে। দামে কম হওয়ায় অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও সামাজিক অনুষ্ঠানে আমদানিকৃত মাংসের চাহিদা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় খামারি ও গরু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বাজারে খামারির গরুর চাহিদা কমে গেছে।

মাংস আমদানিকারকরা জানান, গত ২০১৬ সাল থেকে বিদেশ থেকে গবাদি পশুর মাংস আমদানি শুরু হয়েছে। বর্তমানে দেশে প্রায় ৪৫ জনের মতো ব্যবসায়ী মাংস আমদানি করছেন। দেশে চাহিদা থাকায় আমদানিও বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শুরুতে ৩/৪ হাজার টন মাংস আমদানি হতো। বর্তমানে বছরে প্রায় ১০/১১ হাজার টন মাংস আমদানি করা হচ্ছে। অধিকাংশ মাংস আসে ভারত থেকে। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান ও কোরিয়া থেকেও সীমিত পরিমাণে আমদানি করা হয় বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও