কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাশরাফি গাইলেন, সাকিব নাচলেন—অন্য রকম তিনটি ঘণ্টা

প্রথম আলো প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৯:৩০

মাশরাফি বিন মুর্তজা শুরুতে বলে নিলেন, ‘গানটা তামিমের জন্য।’ দরাজ কণ্ঠে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক শুরু করলেন জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটা—চশমাটা তেমনি আছে/ আছে লাঠি ও পাঞ্জাবি তোমার/ ইজি চেয়ারটাও আছে, নেই সেখানে/ অলস দেহ শুধু তোমার...।’

পাশ থেকে সাকিব আল হাসান বলে উঠলেন, ‘এই গান পারি না!’ তাঁর অনুরোধ, ‘এমন গান গান, যেটাতে আমরা সবাই তাল মিলিয়ে গাইতে পারি।’ মুহূর্তেই মাশরাফি শুরু করে দিলেন, ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা!’ এবার সাকিবের নাচ দেখে কে! তাঁর ঝাঁকড়া চুলে আবার মাঝেমধ্যে মাশরাফি হাতও বুলিয়ে দিলেন।

বাংলাদেশ ক্রিকেটের পাঁচ নক্ষত্র উঠল এক মঞ্চে—সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ। গলা ছেড়ে গাইলেন, উদ্দাম নাচলেন! বিরল এই দৃশ্যের অবতারণা কাল হোটেল সোনারগাঁওয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও