কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৪ বছর পর দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর

ইত্তেফাক দক্ষিণ আফ্রিকা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ০৭:৩৯

২০০৭ সালের পর প্রথম বারের মতো পাকিস্তান সফর করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মাটিতে আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই টেস্ট ও তিনটি টি-২০ খেলবে প্রোটিয়ারা।

সম্প্রতি একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। এরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সিদ্ধান্ত অনুসারে, আগামী ১৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা দল করাচি পৌঁছাবে। এরপর কোয়ারেন্টাইন শেষে ২৬-৩০ জানুয়ারি নির্ধারিত প্রথম টেস্টে অংশ নেবে। রাওয়ালপিণ্ডিতে ৪-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর লাহোরে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অংশ হিসেবে এ টেস্ট সিরিজ খেলবে দুই দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও