কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংকে গ্রাহকের নামে ঋণ নিয়ে আত্মসাৎ

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১১:০০

জমি ও ফ্ল্যাট বন্ধক রেখে প্রিমিয়ার ব্যাংকের রোকেয়া সরণি শাখা থেকে ঋণ নিয়েছিলেন ব্যবসায়ী মো. নাসিরউদ্দীন। সেই ঋণ শোধ করার পর ব্যাংকটির সঙ্গে বছরখানেক কোনো লেনদেন করেননি। গত অক্টোবরে অন্য একটি ব্যাংকে ঋণ নিতে গেলে তারা জানায়, প্রিমিয়ার ব্যাংকে তাঁর ঋণ রয়েছে। তাই তিনি নতুন করে ঋণ পাবেন না।

এ কথা শুনে তাজ্জব হয়ে যান নাসিরউদ্দীন। তিনি প্রথম আলোকে জানান, প্রিমিয়ার ব্যাংকে যোগাযোগ করলে তাঁকে বলা হয়, সফটওয়্যারের সমস্যার কারণে তাঁর আগের ঋণ শোধ হয়ে যাওয়ার বিষয়টি হালনাগাদ করা যায়নি। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তথ্যভান্ডারে গ্রহীতাদের ঋণের তথ্য থাকে। সেখান থেকে নানা তথ্য যাচাই করে ঋণ দেয় ব্যাংক।

নাসিরউদ্দীন জানান, কিছুদিন পর প্রিমিয়ার ব্যাংক থেকেই তাঁকে ডাকা হয়। এবার ব্যাংকটির নিরীক্ষা বিভাগ জানায়, তাঁর নামে দুটি ঋণ আছে, পরিমাণ মোট ১ কোটি ৯৯ লাখ টাকা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যাংককে চ্যালেঞ্জ করলাম। তখন দেখা যায়, আমার নাম ও তথ্য ব্যবহার করে দুটি ভুয়া ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খোলা হয়েছে। এর বিপরীতে ঋণ তুলে আত্মসাৎ করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও