কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীন-ভুটান সীমান্তে উত্তেজনা

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) চীন প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯

হিমালয়ের পার্বত্য এলাকায় চীন দ্রুত অবকাঠামো নির্মাণ করে, ভুটান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছেI যুক্তরাষ্ট্রের 'ম্যাক্সার' প্রযুক্তিতে তোলা ছবিতে ডোকলাম সংলগ্ন উপত্যকায় নুতন অবকাঠামো নির্মাণের 'ইমেজ' দেখানো হয়, যে অঞ্চলটিকে চীন ও ভুটান উভয়েই নিজেদের বলে দাবি করে থাকেI তবে এই একই অঞ্চলটি চীন-ভারত সীমান্তে ভারতের জন্য কৌশলগত একটি এলাকাI

সমীক্ষকেরা জানান, বিতর্কিত এলাকায় এসব স্থাপনা ও বাঙ্কার নির্মাণ, এই এলাকায় চীনের প্রাধান্যকে সু-প্রতিষ্ঠিত করবে I ডোকলাম উপত্যকা ছাড়াও ভারত ও ভুটান উভয়েই, ভুটানের বিশাল বন্যপ্রাণীদের অভয়াৰণ্যকে নিজেদের বলে দাবি করেছে I

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও