কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Coronavirus: করোনায় আক্রান্ত? ১৪ দিনের আইসোলেশন কতটা গুরুত্বপূর্ণ! জানুন...

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০০:৫৭

সতর্কতা মেনেও আটকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। অনেকেই আক্রান্ত হচ্ছেন। সকলেই যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এমন নয়। বাড়িতে থেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। আর করোনায় আক্রান্ত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে ১৪ দিন থাকতে হয় হোম আইসোলেশনে। সেই ১৪ দিন অন্য কোনও ব্যক্তির সংস্পর্শে আসা যাবে না। সারাদিন যেমন মাস্ক পরেই থাকতে হবে। তেমনই খাওয়া দাওয়া সারতে হবে ডিসপোজেবল প্লেটে। নিজের ঘর, পোশাক নিজেকেই পরিষ্কার করতে হবে। এমনকী বাথরুমও আলাদা ব্যবহার করতে হবে। তবে অনেক বাড়িতেই দুটো বাথরুম ব্যবহারের সুবিধে থাকে না। সেক্ষেত্রে একবার করোনা রোগী ব্যবহার করার পর তা খুব ভালোভাবে স্যানিটাইজ করে তবেই অন্যকেউ ব্যবহার করবেন। তবে ১৪ দিনের এই আইসোলেশন অনেকেই মানছেন না। চিকিৎসকদের মতে কোভিডে আক্রান্ত হওয়ার পর অসুস্থতা থাকে ৫ থেকে ৭ দিন। ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা থাকে ১০ দিন পর্যন্ত। ১২ দিন পেরিয়ে গেলে কোভিড আক্রান্ত রোগীর থেকে সংক্রমণ ছড়ানোর ভয় থাকে না। কততদিনে অনেকেরই রিপোর্ট নেগেটিভ আসে। তবুও ১৪ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতেই হবে। প্রয়োজনে মেয়াদ বাড়ানো যেতেই পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও