কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নানা প্রতিশ্রুতি দিয়ে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

মানবজমিন প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

সাভার পৌর এলাকায় এখন ভোটের হাওয়া। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারপত্র নিয়ে পুরোদমে মাঠে ব্যস্ত সময় পার করছেন। মেয়র পদে বড় দুই দলের সম্ভব্য প্রার্থীরা মনোনয়নের জন্য আশায় বুক বেঁধেছেন অনেকে। মনোনয়ন নিশ্চিত হওয়ার আগেই তারা দৌড়াচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। তফসিল অনুযায়ী আগামী ১৬ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে মাঠ কাঁপানো নেতারা এখন স্নায়ুচাপে। নরম সুরে কথা বলছেন, শোনাচ্ছেন নানা রকম প্রতিশ্রুতির বাণী। এবার সাভারে মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৫৪ জন। এর মধ্যে ৮৬ হাজার ৪৯৩ জন পুরুষ ও ৮৩ হাজার ৩৬১ জন নারী। তফসিল ঘোষণার আগে থেকেই সাভার পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে ফেলেছেন। নিজেদের সুবিধামতো উঠান বৈঠকের আয়োজন করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে ভোট প্রার্থনা শুরু করেছেন। ফলে বর্তমানে সাভার পৌর এলাকার অলিগলি, চায়ের দোকান, হাট-বাজারসহ সর্বত্র বইছে ভোটের হাওয়া। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেদের অতীত ও ভবিষ্যৎ করণীয় প্রচারপত্র নিয়ে পুরোদমে মাঠে-ময়দানে ব্যস্ত সময় পার করছেন। এখনো মনোনয়ন নিশ্চিত না হলেও পৌসভার মেয়র পদে বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশীরা যে যার মতো ভোটারদের দুয়ারে ছুটে চলেছেন। জানুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় নিজেদের জনপ্রিয়তা যাচাই এর পাশাপাশি ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি। এবার মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল গনি, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র এবং পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নাগরিক কমিটির সমন্বয়কারী সাপ্তাহিক সাভার সংবাদ পত্রিকার সম্পাদক হাজী মো. কামরুজ্জামান খান জামান, সাবেক সাংসদ ও সাবেক পৌর মেয়র আশরাফ উদ্দিন খান ইমুর কনিষ্ঠপুত্র গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব। এ ছাড়া বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ রেফাত উল্লাহ, সাভার কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদি, পৌর বিএনপির সভাপতি ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান। অন্যদিকে কাউন্সিলর পদে পৌরসভার ১নং ওয়ার্ডে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন সাভারের বেদে সমপ্রদায়ের নেতা পৌর আওয়ামী লীগের সদস্য রমজান আহমেদ, বর্তমান কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা ও তার স্ত্রী, রাজীব মাতব্বর, পৌর আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, এরশাদুর রহমান, ২নম্বর ওয়ার্ডে রিদওয়ান মোল্লা, তরুণ ব্যবসায়ী ইউসুফ আলী, মাজহারুল ইসলাম রিপন, কাজী চন্দন, রাসেলসহ আরো অনেকেই কাউন্সিলর প্রার্থী হতে চান। ৩নম্বর ওয়ার্ডে সানজিদা শারমিন মুক্তা, তার বড়ভাই মোশারফ হোসেন, জাকির হোসেন চৌধুরী রনি, জুলহাস শিকদার, শাহাদাৎ হোসেন নাদিম, হাজী রফিক, মজিবুর রহমান প্রার্থী হিসেবে লিফলেট বিলি করে ভোট প্রার্থনা করছেন। ৪নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী নিউটন, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সহিদ, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু, সাবেক কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ, তার ছোটভাই দেলোয়ার হোসেন দিলু, ছাত্রদলের সাবেক নেতা ফেরদৌস আহমেদ প্রদীপ, আহমেদ রুবেল, রাজীম ভূঁইয়া মিশু, জাহিদুল আহসান ফারুক, ৬নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আলী, পৌর আওয়ামী লীগের সাবেক নেতা আবু সাঈদ, মনিরুল হক মুকুল, ফারুক মাহমুদ, হাজী মোবারক হোসেন খোকন, আবু সাঈদ-২, ছাত্রদলের সাবেক নেতা হাসিবুর রহমান। ৭নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্বাস উদ্দিন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর রাজিয়া সুলতানা, বিএনপি নেতা আব্দুর রহমান, হাফিজ উদ্দিন, তরিকুল ইসলাম তারু, আওলাদ হোসেন, ৮নম্বর ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান কাউন্সিলর সেলিম মিয়া, মনির পালোয়ান, ৯নম্বর ওয়ার্ডে পৌর কৃষক লীগ সভাপতি, বর্তমান কাউন্সিলর আয়নাল হক গেদু, পৌর আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান খান মুরাদ, এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে বতর্মান কাউন্সিলর ইয়াসমিন আক্তার সাথী (১,২,৩ নম্বর ওয়ার্ড), ডারফিন আক্তার (৪,৫,৬ নম্বর ওয়ার্ড) ও শাহিনুর বেগম (৭,৮,৯ নম্বর ওয়ার্ড) ফের প্রার্থী হচ্ছেন। এ ছাড়া এসব ওয়ার্ডে গতবারের পরাজিতরাও মাঠে রয়েছেন। এর পাশাপাশি আলোচনায় রয়েছে একঝাক নতুন মুখ। ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা পান্না, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বাবলী আক্তার, ৭,৮ ও ৯ নম্বরে সুরাইয়া আক্তার রয়েছেন প্রচারণায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত