কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ১০২ জনের প্রাণ কেড়েছে করোনা

আনন্দবাজার (ভারত) মধ্যপ্রদেশ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১২:২৯

ঠিক ৩৬ বছর আগে অর্থাৎ, ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে বেঁচেছিলেন তাঁরা। কিন্তু করোনাভাইরাসের হাত থেকে নিস্তার মিলল না। ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এ রকম ১০২ জন মারা গিয়েছেন কোভিডের কারণে। বুধবার মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে এ কথা। তবে সেখানকার কিছু স্বেচ্ছাসেবী সংস্থার মতে এই সংখ্যাটা ২৫৪।

ভোপাল গ্যাস দুর্ঘটনা বিশ্বের ভয়ঙ্কর শিল্প সংক্রান্ত দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম। ইউনিয়ম কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কীটনাশক তৈরির প্ল্যান্ট থেকে মিথাইল আইসোসায়ানেট বেরিয়ে ছড়িয়ে পড়েছিল ১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বর রাতে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ৫ লক্ষ মানুষ। গ্যাসের হানা থেকেও নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন অনেকেই। কিন্তু সেই দুঃসহ ঘটনাকে অতিক্রম করলেও করোনাভাইরাসের কাছে পরাস্ত হতে হল তাঁদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও