কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৩-১৪ বছর খেলার পর এই প্রত্যাবর্তনই প্রত্যাশিত: কোহালি

আনন্দবাজার (ভারত) অস্ট্রেলিয়া প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ২০:৩২

অবশেষে স্বস্তি ভারতীয় দলে। সিরিজ হেরেও অস্ট্রেলিয়াকে শেষ একদিনের ম্যাচে ১৩ রানে হারিয়ে স্বস্তি বিরাট কোহালিরও। বলেছেন, এতদিন ক্রিকেট খেলার পর এরকম প্রত্যাবর্তনই কাম্য।

ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, “আমাদের ইনিংসের প্রথম দিকে এবং অস্ট্রেলিয়ার ইনিংসের পরের দিকে আমরা বেশ কোনঠাসা ছিলাম। কিন্তু দু’বারই আমরা দুর্দান্ত লড়াই করেছি। ১৩-১৪ বছর ক্রিকেট খেলার পর এই প্রত্যাবর্তনই প্রত্যাশিত। সিরিজ হারলেও এই জয়টা খুব দরকার ছিল।আমরা হৃদয় দিয়ে খেলেছি। অস্ট্রেলিয়ায় খেলতে গেলে ঠিক এটাই দরকার।” কোহালি ৭৮ বলে ৬৩ রান করেন। তাঁর নিজের আরও কিছুক্ষণ উইকেটে থাকা উচিত ছিল জানিয়ে কোহালি বলেন, “আরও একটু বেশি উইকেটে থাকলে ভাল হত। তবে হার্দিক আর জাদেজার জুটিটা খুব ভাল হয়েছে। ওই সময়ে ঠিক ওটাই দরকার ছিল।” এই ম্যাচে অভিষেক হয়েছে পেসার নটরাজনের। ১০ ওভারে ৭০ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন মারনাস লাবুশানে ও অ্যাশটন আগরের উইকেট। তাঁরও প্রশংসা করেন কোহালি। বলেন, “নটরাজন এবং শুভমন গিল দলে একটা টাটকা হাওয়া এনেছে।” ম্যাচের সেরা হার্দিক পাণ্ড্যও নটরাজনের প্রশংসা করে বলেন, “ও যে পরিবেশ থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছেছে, সেটা আমাদের সবার কাছে অনুপ্রেরণা।” ক্যানবেরার উইকেটের প্রশংসা করে কোহালি বলেন, “এই উইকেটটা অনেক ভাল। বোলাররা কিছুটা হলেও সাহায্য পেয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে বোলারদের।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও