কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একুশের ভোটের আগে প্রধানমন্ত্রীর বাংলা শেখাকে নাটক বললেন মমতা

মানবজমিন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

মন কি বাত অনুষ্টানে অশ্রুত কবি মনমোহন বসুর কথা বলেছেন, ভাষণে রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দর-এর উদ্ধৃতি দিয়েছেন, অনলাইনে বাংলা শিখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই তৎপরতাকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নাটক আর গিমিক বলছেন। তিনি বলেন, বাংলায় ভোট আসছে। তাই, কারও কারও বঙ্গপ্রীতি বেড়ে গেছে।  তিনি নিজেও পনেরোটি ভাষা জানেন।  কিন্তু, তা নিয়ে কখনো বড়াই করেন না বলে জানান মমতা।  তিনি বলেন, যখন যেখানে যান সেখানকার ভাষা আয়ত্ত করেন।  তিনি গুজরাটি,  ভিয়েতনামি,  রাশিয়ান,  নাগা,  মণিপুরি, অসমিয়া,  উড়িয়া,  পাঞ্জাবি, মারাঠি,  হিন্দি, উর্দু, নেপালি, বাংলা ভাষা বলতে পারেন।  যখন যেখানে যান সেখানে সেই ভাষায় কথা বলেন।  তাঁর টেলিপ্রম্পটার  লাগেনা বলেও মমতা বলেন।  আগে আমেরিকা,  বৃটেন এ টেলিপ্রম্পটার দেখে ভাষণ দেওয়ার রেওয়াজ ছিল।  এখন,  ভারতেও তা এসে গেছে বলে মমতা কটাক্ষ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত