কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের স্থানে বোমা পুঁতে রাখার মামলায় দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য

ডেইলি বাংলাদেশ দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১, ঢাকা প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে টুঙ্গিপাড়ার কোটালিপাড়ায় হেলিকপ্টার অবতরণের স্থানে বোমা পুঁতে রাখার মামলায় তৎকালীন গোপালগঞ্জের দুই ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিয়েছেন।
তারা হলেন- প্রবীর কুমার চক্রবর্তী ও আ.এস.এম মৈনুর।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তারা সাক্ষ্য দেন।

এ নিয়ে মামলার মোট ৫০ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এসময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ১১ জুলাই রাতের কোনো এক সময়ে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে টুঙ্গিপাড়ার কোটালিপাড়ার হেলিকপ্টার অবতরণের স্থানে বোমা পুঁতে রাখে।

এ মামলার আসামিদের মধ্যে মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু ও শেখ মো. এনামুল হল পলাতক রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও