কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতের প্রভাবে পরিবর্তিত হয় সূচি, দাবি অস্ট্রেলীয় মিডিয়ার

প্রথম আলো অস্ট্রেলিয়া প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৪:৩০

বোমা ফাটিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সম্প্রচারকারী মিডিয়া প্রতিষ্ঠান সেভেন ওয়েস্ট মিডিয়া। ২০১৮ সালে ছয় বছরের জন্য ৪৫ কোটি ডলার দিয়ে সম্প্রচারস্বত্ব কিনে নেওয়া এই প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পর্ক দিনকে দিন খারাপই হচ্ছে। এবার তারা দাবি করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে সিরিজের সূচির অদলবদল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর মধ্যেই এই নিয়ে আদালতে অ্যাফিডেভিট দাখিল করেছে সেভেন ওয়েস্ট মিডিয়া।

চলতে থাকা ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্বত্ব কিনে নিয়েছে ফক্সটেল, ওদিকে সেভেন মিডিয়ার স্বত্ব শুধু টেস্ট সিরিজে। টেস্ট সিরিজটাই আগে শুরু হওয়ার কথা ছিল। অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া দিনরাতের টেস্ট দিয়ে এবারের ‘অস্ট্রেলীয় গ্রীষ্ম’ শুরু হবে, এমনটা মনে করা হলেও পরে হয়নি। সূচি পরিবর্তন করে সীমিত ওভারের ম্যাচগুলো আগে নিয়ে আসা হয়। আর এতেই চটেছে সেভেন মিডিয়া কোম্পানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও