কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীমঙ্গলে কৃষি প্রণোদনা পেলো ৪০০০ কৃষক

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

শ্রীমঙ্গল উপজেলায় চার সহস্রাধিক কৃষক কৃষি বিষয়ক বিভিন্ন প্রণোদনা পেয়েছেন। শনিবার সকালে উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ২০২০-২১ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান। অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ৮৯০ জন কৃষককে বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম এবং ৪ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রীড বীজ প্রদান করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে