কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক দেশ এক ভোট নিয়ে প্রশ্ন

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ০৫:২৪

করোনা সংক্রমণের আবহে ‘এক দেশ এক ভোট’-সংক্রান্ত বিতর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের উস্কে দিলেন বটে, কিন্তু সংবিধান সংশোধন ছাড়া তার বাস্তবায়ন সম্ভব নয় বলেই মনে করছে নির্বাচন কমিশন।

বহু দিন ধরেই বিজেপির একটি অংশ লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার কথা বলছে। মোদী ক্ষমতায় এসে এর পক্ষে সওয়াল শুরু করেন। গত বছর স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেওয়া ভাষণেও বিষয়টি উল্লেখ করেন তিনি। গত কাল সংবিধান দিবসে তিনি ফের বলেন, “এ’টি এখন সময়ের দাবি।” অর্থনীতিবিদ বিবেক দেবরায় ও কিশোর দেশাই পরিসংখ্যান তুলে ধরে দেখিয়েছেন, ২০০৯ সালের ভোটে ১,১১৫ কোটি টাকা খরচ হয়েছিল। সেখানে ২০১৪ সালের লোকসভা ভোট করতে খরচ হয় ৩,৮৭০ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, একসঙ্গে ভোট হলে বিধানসভা ভোটের আলাদা প্রস্তুতি খাতে খরচ করার প্রয়োজন হবে না। সরকারেরও যুক্তি, খরচ তো কমবেই, সেইসঙ্গে নির্বাচনী আচরণবিধির কারণে সরকারি প্রকল্পে যে নীতি-পঙ্গুত্ব তৈরি হয়, তা-ও এড়ানো যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও