কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টুইট করে রাজ্যপাল অপরাধীদের আড়াল করছেন, আইনের তোপ দাগলেন কল্যাণ

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৬:৩০

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কলকাতা ও বিধাননগর পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল তৃণমূল। বৃহস্পতিবার দলের সাংসদ তথা পেশায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই আর্জি জানিয়েছেন। পাশাপাশিই, তিনি রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন, ধনখড়কে যেন অবিলম্বে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ, তিনি সংবিধানের ধারা লঙ্ঘন করেছেন।

কল্যাণের অভিযোগ, রাজ্যপাল পরপর টুইট করে ‘অপরাধীদের’ আড়াল করার চেষ্টা করছেন। তৃণমূলের ওই সাংসদ রাজ্যপালের ২২ এবং ২৫ নভেম্বরের দুটি টুইটের উল্লেখ করে বলেন, ‘‘রাজ্যপাল যে ভাবে টুইট করেছেন, তাতে তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা সৃষ্টি করার জন্য ভারতীয় দণ্ডবিধির ১৮৬ এবং ১৮৯ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। রাজ্যপাল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কলকাতা পুলিশ এবং বিধাননগর থানাকে আর্জি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে রাজ্যপালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে।’’ কল্যাণ আরও দাবি করেন, ভারতীয় দণ্ডবিধির ১৯৭ ধারা অনুযায়ী রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনও অনুমোদনেরও প্রয়োজন হবে না। কল্যাণের কথায়, ‘‘জগদীপ ধনখড় রাজ্যপালের মতো ব্যবহার করছেন না। তিনি শুধু রাজ্যপালের পদটাকে ব্যবহার করছেন।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও