কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ওহ ওহ ওহ, কী জঘন্য ২০২০’

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১২:১২

না, কিলিয়ান এমবাপ্পে মোটেও ‘জঘন্য ২০২০’ বলেননি। ২০২০ শেষ হওয়ার আকুতি জানানো টুইটে তাঁর আবেগটা শুধু জঘন্য দিয়ে বোঝানো সম্ভবও নয়। ২০২০ সালটা আমাদের যা উপহার দিচ্ছে, সেটা বর্ণনায় এমবাপ্পের জঘন্য শব্দটায় তৃপ্ত থাকার কথাও নয়। তিনি আরও তীব্র কিছু বলেছেন, যে শব্দটায় কিছুটা হলেও মনের ক্ষোভ উগরে দেওয়া যায়, কাউকে উদ্দেশ না করেই রাগ প্রকাশ করা যায়। কিন্তু সে শব্দটা প্রকাশযোগ্য নয়। তাই জঘন্য ধরে নেওয়াটাই ভালো।

প্রতিবছর ডিসেম্বর এলেই ক্ষণ গণনা শুরু হয়। কবে আসবে নতুন বছর? এই প্রথম ‘কাউন্টডাউন’টা বোধ হয় বছরের মাঝপথেই শুরু হয়েছে। বৈশ্বিক এক মহামারি এসে ২০২০কে ভয়ংকর এক দুঃস্বপ্ন বানিয়ে ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও