কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চলতি পথে চাইলে বসুন, খান পানি-বিস্কুট

প্রথম আলো বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৪:৫৭

একটি টুলের ওপর রাখা পানির ফিল্টার। ফিল্টারের ওপর একটি মগ। পাশে চেয়ার। কাছাকাছি দেয়ালে ঝুলছে একটি ঝুড়ি। কাছে গেলে দেখা যায়, ঝুড়ির ভেতর একটি বয়ামে বিস্কুট রাখা। রিকশাচালক বারিকুল ইসলাম চেয়ারে বসে টোস্ট বিস্কুট খাচ্ছিলেন। ভাড়া যাবেন কি না, জানতে চাইলে সম্মতি জানিয়ে ফিল্টার থেকে পানি পান করে রওনা দিলেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার টেনামেন্ট–৩ ভবনের বাইরে কয়েক দিন ধরে পানি ও শুকনা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানালেন বারিকুল। ওই এলাকায় ছয় মাস ধরে রিকশা চালান তিনি। এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। তিনি বলেন, এলাকা লাগোয়া আজিজ সড়কে থাকেন। সকালে রিকশা নিয়ে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে হালকা খিদে অনুভূত হওয়ায় বিস্কুট–পানি খেয়ে নিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও