কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ভুল’ সিদ্ধান্ত পাল্টে কাতার যাচ্ছেন নাবিব নেওয়াজ

প্রথম আলো কাতার প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৭:২৮

নাবিব নেওয়াজ এখন মনে করছেন সিদ্ধান্তটা ভুলই নিয়েছিলেন। হাঁটুর চোটে পড়ে কাতার যাননি তিনি। তবে এখন সিদ্ধান্ত পাল্টেছেন। আগামীকাল দোহার উদ্দেশে উড়াল দেবেন তিনি। যোগ দেবেন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে এ মুহূর্তে কাতারে থাকা জাতীয় ফুটবল দলের সঙ্গে।

১৯ নভেম্বর বাংলাদেশ দল দোহা যাওয়ার আগের রাতে দুঃসংবাদ শোনেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। করানো হয়েছিল এমআরআই। সেই রিপোর্ট ভালো আসেনি। ম্যাচ খেলার সম্ভাবনা নেই দেখে দলের সঙ্গে যাননি। এখন চোটের অবস্থা একটু ভালো। ঠিকমতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে খেলার একটা সুযোগ আছে। কোচ জেমি ডেও তাঁকে দলের সঙ্গে যোগ দিতে বলেছেন।

নাবিব আজ প্রথম আলোকে সে কথাই বলেছেন, ‘ফিজিও আমাকে এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম দিয়েছিলেন। তারপর শুরু হবে পুনর্বাসন। কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বর আমার মাঠে নামার সম্ভাবনা ছিল ৫০-৫০। যেহেতু খেলার নিশ্চয়তা ছিল না, তাই তখন আমি বাসায় চলে যাই। দলের সঙ্গে না যাওয়া ছিল আমার ভুল সিদ্ধান্ত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও