কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথ

ডয়েচ ভেল (জার্মানী) বাংলাদেশ সচিবালয় প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৬:০০

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জামালপুরের ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলালের শপথগ্রহণ মঙ্গলবার সন্ধ্যায়৷ গত পাঁচ মাস ধরে খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ফরিদুল হক খান দুলাল আসার খবর মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের ভালো একজন লোক, জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য, তিনি আজকে সন্ধ্যায় শপথ নেবেন৷''

মন্ত্রিসভায় দুই দফা রদবদল এবং একজন প্রতিমন্ত্রী মারা যাওয়ার পর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারে বর্তমানে ২৫ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন৷

রুলস অব বিজনেস অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী অধীনে চলে যায় ৷ এখন ধর্মের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী তুলে দিচ্ছেন মো. ফরিদুল হক খান দুলালের হাতে৷ ৬৪ বছর বয়সী দুলাল জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে এ নিয়ে তৃতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন৷

ধর্ম ছাড়া আর কোনো মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আসছে কি না, সে বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘এ মুহূর্তে মন্ত্রিসভায় অন্য কোনো পরিবর্তনের কোনো বিষয় আমি জানি না৷ কারণ (পরিবর্তন) করলে আরও কয়েকজনকে নিয়ে হয়ত করত৷ কিন্তু এটা আসলে পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার৷''

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও