কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরাদ্দ পাওয়ার পরেও শিশু হাসপাতালের করোনা ওয়ার্ডে আসেনি জরুরি মেশিন

বাংলা ট্রিবিউন ঢাকা শিশু হাসপাতাল প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৩:০০

ঢাকা শিশু হাসপাতালে করোনা ইউনিট চালু হয় গত ১৩ জুলাই। তখন ওয়ার্ড স্থাপন ও সেবা কার্যক্রম চালুর জন্য হাসপাতালের পক্ষ থেকে সরকারের কাছে ছয় কোটি চাওয়া হয়। সরকার দিয়েছিল ছয় কোটি দুই লাখ টাকা। কিন্তু সেই টাকায় শিশুদের জন্য একটি হাইফ্লো ন্যাজাল বা অক্সিজেন কনসেনট্রেটর পর্যন্ত কেনা হয়নি। ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়া, বেতন, এসি; এসবেই খরচ করে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ছয় কোটি দুই লাখ টাকার মধ্যে অন্যান্য ভবন ও স্থাপনার জন্য এক কোটি টাকা, কম্পিউটার সামগ্রীর জন্য ৫০ হাজার টাকা, অন্যান্য মনিহারীর জন্য এক কোটি ৫০ লাখ টাকা আর সহায়তা ও অন্যান্য ( হোটেল, রেস্ট হাউজ ভাড়া, পরিবহন ভাড়া, খাদ্য, ইউটিলিটি বিল, ক্লিনিং ইত্যাদি) এর জন্য দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা। মোট ছয় কোটি দুই লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও