কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেন্ডুলকার-পন্টিংকে টপকে যাবার সুযোগ কোহলির

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৮:৩৩

ওয়ানডে সিরিজ দিয়ে ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সফর শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজে বেশক’টি রেকর্ড গড়ার সুযোগ আছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির।
এ পর্যন্ত ২৩৯ ইনিংসে কোহলির রান ১১৮৬৭। ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৩৩ রান প্রয়োজন কোহলির। তিন ম্যাচে ১৩৩ রান করতে পারলে, দ্রুত ১২ হাজার রান স্পর্শের বিশ্বরেকর্ড গড়বেন কোহলি। বর্তমানে এই রেকর্ডটি মালিক ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৩০০ ইনিংসে ১২ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন টেন্ডুলকার।

আবার তিন ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি টেন্ডুলকারকে স্পর্শ করবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০টি ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। কোহলির আছে ৮টি, মাত্র ৩৮ ইনিংসে। তাই এই সিরিজে একটি সেঞ্চুরি করলেই টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করবেন কোহলি। আর সিরিজে দু’টি করলে তো, টপকেই যাবে টেন্ডুলকারকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও