কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন ফিচার নিয়ে এসেছে টুইটার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৫:১৩

চলতি বছর মার্চ মাসে প্রথমবার লঞ্চ হয়েছিল Twitter Fleets। এবার সেই ফিচারের সুবিধা পাবেন বিশ্বের সব টুইটার ব্যবহারকারী। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়ে দিল Twitter। এর পাশাপাশি ভয়েস কনভার্সেশনের রুমের জন্য 'Spaces' নামে একটি ফিচার ডেভেলপের কথাও জানানো হয়েছে।

Snapchat বা অন্যান্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এবার Twitter-এও একটি আলাদা ট্যাবের সাহায্যে কোনো ফটো, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে। যা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে। এই বিশেষ ফিচারটির নাম হল Twitter Fleets। একটি ব্লগপোস্টে Twitter Fleets সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে Twitter-এর তরফে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও