কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিবপুরে এক সপ্তাহে ৬ ডাকাতি : আতঙ্ক

সংবাদ শিবপুর (নরসিংদী) প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ২১:০১

গত এক সপ্তাহে নরসিংদীর শিবপুরে নৌকাঘাটা, ভংগারটেক, চৈতান্য ও কোন্দাপাড়ার ৬ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা গৃহকর্মীদের হাত, পা, মুখ বেধে অস্ত্রের মুখে শিশু জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহত হয় আরও অন্তত ১০ জন। সোমবার (১৬ নভেম্বর) রাত দুইটার দিকে মুখোশ পড়া ১৪-১৫ জনের এক দল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙ্গে নৌকাঘাটা পশ্চিমপাড়া এলাকার শীতল বিশ্বাসের বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করে তার ভাই নারায়ন বিশ্বাসের হাত-পা বেধে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। পাশের রুমে প্রবেশ করে তিনা রানী বিশ্বাস নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, রুপা, ১০ স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ডাকাতরা গৃহকর্তাসহ ২ জনকে বেধরক মারধর করে ডাকাতদল। অপর দিকে শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে যোশর ইউনিয়নের ভংগারটেক গ্রামে রেলওয়ের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শাজাহানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাত ৪ জন আহত হয়। ডাকাতদল প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। এদিকে চৈতন্য এলাকায় বুধবার (১৮ নভেম্বর) এবং কুন্দারপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীররাতে মোতালিব মেম্বারের বাড়িতে মুখোশপড়া একদল ডাকাত প্রবেশ করে গৃহকর্মীদের জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও