কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাকরিজীবীরাই বেশি আয়কর রিটার্ন দেন

প্রথম আলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৭:৩২

এ দেশে সংখ্যার দিক থেকে চাকরিজীবীরাই বেশি আয়কর রিটার্ন বা বিবরণী দেন। ব্যবসায়ী, ঠিকাদার, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবী করদাতা থাকলেও বার্ষিক আয়কর বিবরণী জমা করে কর দেওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। দেশে যত কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছে, তাদের প্রায় এক-তৃতীয়াংশই চাকরিজীবী।

মোটামুটি ভালো বেতন পান, এমন সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ে কর্মকর্তাদের রিটার্ন দাখিল করতেই হয়। কারণ, কোনো কর্মকর্তা রিটার্ন না দিলে বেতন–ভাতার টাকা খরচ হিসেবে দেখাতে পারে না ওই প্রতিষ্ঠান। তাই অনেক প্রতিষ্ঠান ‘পে রোল ট্যাক্স’ বা প্রতি মাসে বেতন দেওয়ার সময় উৎসে কর কেটে রাখে। সরকারি কর্মকর্তাদেরও একইভাবে বেতন থেকে আয়কর কেটে রাখে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও