কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদেশ থেকে নেগেটিভ সনদ নিয়ে এলেও টেস্ট করা হবে

বার্তা২৪ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৬:৫৮

বিদেশ থেকে যারা নেগেটিভ সনদ নিয়ে আসবেন তাদেরও টেস্ট করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কোভিড পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোতে প্রবাসীদের টেস্ট কড়াকড়ি করা হয়েছে। যদি কারো পজেটিভ হয় তাহলে তাকে আইসোলেশনে পাঠানো হবে। তবে প্রত্যেকেরই টেষ্ট করা হবে। যাদের নেগেটিভ হবে তারা সেল্ফ আইসোলেশনে যাবেন।

এক প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন দেশে ফ্লাইট বন্ধ বা খোলা হবে কোভিড-১৯ পরিস্থিতি বুঝে।

মিয়ানমারের নির্বাচনে অং সান সুচির দল জেতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক দেশ স্বীকৃতি দিলে বাংলাদেশও বিবেচনা করবে।

রোহিঙ্গা ইস্যুতে বলেন, ভাষাণচরে অচিরেই রোহিঙ্গাদের পাঠানো হবে। রোহিঙ্গাদের পাঠাতে বাংলাদেশ চীন ও মিয়ানমার মিলে ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও