কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউনে রাজি নন কেজরীবাল

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ০২:৩৫

দেশে কোভিড হটস্পট হয়ে উঠেছে দিল্লি। গত ১০ দিন ধরে সংক্রমণের নিরিখে দিল্লি শীর্ষে। গত কালও রাজধানীতে প্রতি ঘণ্টায় চার জন করোনা-আক্রান্ত প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে ফের লকডাউনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু অরবিন্দ কেজরীবালের সরকার জানিয়ে দিয়েছে, লকডাউনের কথা তারা ভাবছে না। তাদের দাবি, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ এসে দিল্লিকে ধাক্কা দিয়েছিল ঠিকই, কিন্তু সংক্রমণের রেখচিত্র এখন নিম্নমুখী।

দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় গত কাল বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালেরা। বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ দফা নীতি গ্রহণের সিদ্ধান্ত হয়। সূত্রের মতে, অবস্থা নিয়ন্ত্রণে কেন্দ্রের প্রস্তাব ছিল চাইলে নতুন করে লকডাউনের কথা ভাবতে পারে দিল্লি সরকার। কেন্দ্রের তাতে কোনও আপত্তি নেই। এ নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আজ বলেন, “আবার লকডাউনের প্রশ্নই নেই। কারণ তাতে লাভ নেই। বরং মাস্ক পরা অনেক বেশি কার্যকরী। তা ছাড়া সংক্রমণের তৃতীয় ঢেউ দিল্লিতে ধাক্কা দিলেও, এখন পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে।’’ দিল্লি সরকারের যুক্তি, সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে প্রশাসন কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়িয়েছে। গত দু’সপ্তাহে প্রায় এক হাজার কন্টেনমেন্ট জ়োন বেড়েছে দিল্লিতে। গত ১ নভেম্বর কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল ৩৩৫৯, বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৪৩০।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও