কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যস্ত অপূর্বর থমকে থাকা ১৪টি দিন

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১০:৩০

‘বুঝলাম না, ২০২০ সালে ভোগান্তি কেন যেন শেষই হচ্ছে না আমার’, একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বললেন অপূর্ব। শুক্রবার (গতকাল) আবার নমুনা পরীক্ষায় পাঠাতে হবে। তাঁর আশা, ফল নেগেটিভ আসবে। করোনার ভোগান্তি শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন অপূর্ব। সঙ্গে এনেছেন অন্য রকম সব অভিজ্ঞতা।

গত বুধবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুস্থ, তবে দুর্বলতা পুরোপুরি কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। করোনাভাইরাসের অসুখ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ৯ দিন পর বাসায় ফিরে আক্ষেপ করছেন অপূর্ব, ধন্যবাদ জানিয়ে আসা হয়নি তাঁদের। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাঁকে সুস্থ করে তুলতে অনেক পরিশ্রম করেছেন! ‘শরীরটা এত দুর্বল লাগছিল যে ফেরার সময় তাঁদের একটু ভালোবাসা জানানো হয়নি। ইচ্ছে ছিল “লটস অব লাভ ফর ইউ” লিখে হাসপাতালের সবাইকে একটা অটোগ্রাফ দিয়ে আসি’, আক্ষেপ নিয়ে বলেন অপূর্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও