কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জমজমাট হয়ে উঠেছে চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাট

ডেইলি বাংলাদেশ চাঁদপুর প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১২:০৮

মা ইলিশ রক্ষা ও প্রজনন মৌসুম হিসেবে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। গত বুধবার রাত ১২টার পর থেকে জেলেরা ইলিশ শিকারে নদীতে নেমেছে। ইলিশ মাছের উৎপাদন বাড়াতে কয়েক বছর ধরে সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।

এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাট জমজমাট হয়ে উঠেছে। তবে এ বছর অভিযান শেষ হলে মাছ ঘাটে নিজস্ব অর্থাৎ চাঁদপুর এলাকার নদীর ইলিশই বেশি। দামও ক্রতার হাতের নাগালের মধ্যে। জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান কালু ভুইয়া বলেন, মাছ ঘাটে যেসব ইলিশ বিক্রির জন্য আনা হয়েছে এসব মাছ আমাদের চাঁদপুরের নদীর মাছ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও