কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবারও ৩০০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ১৬:৫০

চলতি সপ্তাহে আবারও তিনশ’ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠান প্রধান জেফ বেজোস, এমন তথ্যই উঠে এসেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিতে। গত বছর থেকেই শেয়ার বিক্রির গতি বাড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনী। চলতি বছর অগাস্টে ৩১০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন বেজোস। এর আগে ফেব্রুয়ারিতে ৪১০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহের এই শেয়ার মিলিয়ে এ বছর মোট এক হাজার ২০ কোটি ডলারের বেশি মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন বেজোস। গত বছরও ২৮০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি।

এতো শেয়ার বিক্রির পরও পাঁচ কোটি ৩০ লাখ শেয়ার রয়েছে বিশ্বের শীর্ষ ধনীর পকেটে। এ শেয়ারগুলোর বাজার মূল্য প্রায় ১৭ হাজার কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও