কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিশ্চিন্তপুরে চলছে ‘নিশ্চিন্তে’ ইলিশ নিধন

ডেইলি বাংলাদেশ কালিয়াকৈর প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ১১:৩৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুরে যমুনা নদীতে অবাধে চলছে ইলিশ শিকার। এসব ইলিশ বিক্রিও করা হচ্ছে প্রকাশ্যে। প্রশাসন অভিযান চালালে ইলিশ শিকার বন্ধ থাকে। অভিযান শেষে আবারো শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, নিশ্চিন্তপুর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীই ইলিশ শিকারীদের মূল জায়গা।

আশপাশের গ্রামের অর্ধশতাধিক জেলে ১০-১৫টি নৌকা নিয়ে এ গ্রামে এসে নিশ্চিন্তে ইলিশ শিকার করছে। আবার এসব ইলিশ প্রকাশ্যে বিক্রিও করছে নদীর পাড়েই। হালিম ব্যাপারী নামে এক জেলে বলেন, সরকার ইলিশ ধরা বন্ধ করলেও আমাদের কোনো উপায় নাই। পেট চালাতে হলে নদীতে নামতেই হবে। আরেক জেলে আবুল কাশেম বলেন, নিষেধাজ্ঞা মানলে তো পেটে ভাত জুটবে না। পেটের দায়ে নদীতে নামতেই হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও