কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বনাথে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

মানবজমিন প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ০০:০০

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাবেক ছাত্রদল নেতা এমাদ উদ্দিন খানকে প্রধান আসামি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার সেকেন্ড অফিসার নুর হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।পুলিশ সূত্র জানায়, গত ২৯শে অক্টোবর দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন স্থানীয় মাছুখালি বাজারস্থ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে সরকারি কাজে বাধা, নির্বাচনের ব্যালট বাক্স ও সরঞ্জামাদিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা, নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ ভাঙচুর এবং হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১২০ জনকে। মামলা দায়েরের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৭ বছর পর গত বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান। ওইদিন ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় মাছুখালি বাজারস্থ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামাদি নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপি’র নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত