কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেট জেলা গাউসিয়া কমিটির জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)-র র‌্যালী

মানবজমিন প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ০০:০০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে গত শুক্রবার সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের করা হয়। মিছিলটি নগরীর হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদ্রাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন- যে মাসে প্রিয় হাবিবের আগমনে সারাবিশ্ব আনন্দে মাতোয়ারা ঠিক এমনই সময়ে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় দয়াল নবীর প্রতি বিদ্বেষ পোষণ সম্পূর্ণ পরিকল্পিত। মুসলমানের কলিজায় আঘাত করার মানসে এমনটি করা হয়েছে। মুসলমানের ঈমানের মূল হাবিবের প্রতি অবমাননা সহ্য করা যায় না। জশনে জুলুস পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- রাসূলের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ বৈশ্বিক জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা ছাড়া আর কিছু নয়। শান্তিময় পরিবেশকে অশান্ত করার হীন প্রয়াস। ফ্রান্সে এটা নতুন নয়, আগেও তারা এহেন কর্মকা- করেছে। জাতিসংঘের নীরবতার কারণে বিশ্ব মানবতার অবতারের প্রতি অবমাননা করে যাচ্ছে। বক্তারা ফ্রান্সের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ ও ওআইসি’র প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান এবং বাংলাদেশ সরকার যেনো সংসদে নিন্দা প্রস্তাব আনে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় বক্তব্য রাখেন-  সাবেক সিভিল সার্জন ডা. ওয়ালী মাহমুদ খান, ১নং মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মকন মিয়া, দরগাহে হযরত শাহজালাল (রা.) এর মোতোয়ালি শামিউল মাহমুদ খান, মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, মো. ইলিয়াছ আলী মেম্বার, গাউসিয়া কমিটি সিলেট মহানগরে সভাপতি এস এ এম শহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, ফজিলাতুন্নেছা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক হুশিয়ার আলী, মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা নুরুল আমিন, মাওলানা আজিজুর রহমান,  মাওলানা মতিউর রহমান, মাওলানা মাসুদ আহমদ চৌধুরী, মাওলানা আবু গফুর সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্র সাইফুর ইসলাম, আলী আহমদ, তুহিনুর রহমান শাহাজান, তাহেরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের সভাপতি মুহা. মাহবুব আলী চৌধুরী, সিনিয়র সহ- সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মুহা. সাইফুর রহমান, মুহা. ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. রাকিবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুহা. শাহেদ আলী, সাধারণ সম্পাদক মুহা. মিসবাহ শিহাব, সাংগঠনিক সম্পাদক মুহা. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মুহা. আলী আজগর চৌধুরী, সহ অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম জুবায়ের, প্রচার সম্পাদক মুহা. লায়েক আহমদ, সহ প্রচার সম্পাদক আশিকুর রহমান রায়হান, আফদল আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহা. ইদ্রিছ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাঈম উদ্দিন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রুবেল প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত