কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন

মানবজমিন প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ০০:০০

গতকাল ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্য নিয়ে বেলা ১২টায় নোয়াখালী বিআরডিবি কার্যালয়ে উদযাপিত হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২০। অনুষ্ঠানে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ এবং নোয়াখালী পৌরসভার পৌর মেয়র মো. শহিদ উল্লাহ খান সোহেল ও দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদলসহ সমাজের বিভিন্ন পেশার  ব্যক্তিরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) ইকবাল হোসেন কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখার জন্য সনদ বিতরণ শেষে বক্তৃতায় বলেন, পুলিশ কোনো কাজ করলেই মন্তব্য হয়, কিন্তু ভালো না খারাপ তা বিচার করে না, বাস্তবতা উপলব্ধি করে পুলিশ’কে ভালো কাজের প্রশংসা করে সবাইকে পুলিশের সহায়তা করার জন্য আহ্বান জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত