কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। গতকাল দুপুর ২টাকা থেকে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রম চালু হওয়াই বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ছুটির রেশ এখনো পুরোপুরি না কাটায় বন্দরটি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে দুপুর থেকে বন্দর অভ্যন্তরে পানামা ওয়ার হাউজে পাথর, খৈল, ভুট্টাসহ বিভিন্ন পণ্য লোড আনলোড শুরু হয়েছে, এবং সেগুলো বন্দর থেকে বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ সরদার জানান, ভারতে দুর্গাপূজার কারণে ২২শে অক্টোবর হতে ২৭শে অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। গতকাল পূজার ছুটি শেষ হওয়াই দুপুরের পর থেকে আমদানি রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম চালু করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে