কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তাহিরা জানান এর গল্প: স্বাধীনতার স্বাদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ২১:২৬

জন্মদিনে টুনি একটি পাখি উপহার পেল। পাখিটি পেয়ে টুনি খুব খুশি হলো।
পাখিটিকে সুন্দর একটা খাঁচায় বারান্দায় রেখে দিল টুনি। পাখিটিকে সে খুব যত্ন করতো। ভাত খাওয়াতো, ফল খাওয়াতো, পানি খাওয়াতো।

টুনি পাখিটার বন্ধু হতে চাইতো। কিন্তু পাখিটা সব সময় ছটফট করতো আর মন খারাপ করে থাকতো।

একদিন মাঠে খেলতে গিয়ে টুনি হাঁটুতে ব্যথা পেল। পরদিন আর মাঠে খেলতে যেতে পারলো না। তাই বারান্দায় দাঁড়িয়ে মাঠের বন্ধুদের খেলা দেখতে লাগলো।

খেলতে যেতে পারছে না এজন্য টুনির খুব মন খারাপ হলো। তখন টুনি ওর পাখি বন্ধুটার কষ্ট বুঝতে পারলো।

খাঁচায় বন্দি থাকতে পাখিটার কত কষ্ট হয় এটা ভেবে টুনির অনেক খারাপ লাগলো। তাই টুনি খাঁচার দরজাটা খুলে দিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও