কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মারামারির জন্য রিমান্ডে নেওয়ার কী দরকার?

এনটিভি ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৮:৩০

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় বরখাস্ত হওয়া কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তাঁর সহযোগী মো. জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

আজ দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তিনতলায় কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তাঁর সহযোগী মো. জাহিদকে পুলিশি পাহাড়ায় হাজির করা হয়। এরপর তাঁদের আদালতের লোহাবেষ্টিত কাঁঠগড়ায় রাখা হয়। এ সময় তাঁরা নিশ্চুপ ছিলেন।

প্রথমে তাঁদের পক্ষে আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘মাননীয় আদালত, মারামারির জন্য আসামিকে রিমান্ডে নেওয়ার কী প্রয়োজন? আসামির বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণিত হলে সাজা হবে, অন্যথায় খালাস পাবে। রিমান্ড চাওয়ার কিছু নেই। রিমান্ডে নেওয়া হলে হয়রানি ছাড়া কিছুই হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও