কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০ বছরেও পেনশন সুবিধা পাননি পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী

মানবজমিন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

একজন কর্মকর্তার ভুলের খেসারত দিচ্ছেন ৮০ বছর বয়সের পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী পাম্পচালক মাইনউদ্দীন আহম্মেদ। নির্দেশনা থাকলেও যথাসময়ে চাকরি স্থায়ীকরণ না হওয়ায় ২০ বছর ধরে তিনি পেনশন সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি মৃত্যুর আগে পেনশন সুবিধা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত আবেদনে জানা যায়, স্বাধীনতার আগে ১৯৬৭ সালের ২২শে ফেব্রুয়ারি মাইনউদ্দীন আহম্মেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পাম্পচালক (অনিয়মিত) হিসাবে চাকরিতে যোগদান করেন। এরপর ১৯৮০ সালে পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও পওর সার্কেল হতে কর্মরত সকল অনিয়মিত পাম্পচালক ও সহকারী পাম্পচালককে নিয়মিত করা হলেও ওই তালিকায় ভুলবশত তার নাম বাদ পড়ে যায়। এ নিয়ে ওই কর্মচারী পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরে আবেদন করেন। তাকে কি কারণে নিয়মিত করা হয়নি এ নিয়ে বিস্তারিত বিবরণ ৭ দিনের মধ্যে দাখিলের জন্য কর্মচারী পরিদপ্তরের উপ-পরিচালক ২০/০৪/১৯৯৯ তারিখে পাউবো’র ঠাকুরগাঁও পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে চিঠি দেন। ওই চিঠির প্রেক্ষিতে ঠাকুরগাঁও পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১৯৯৯ সালের ২৭শে জুলাই  কর্মচারী পরিদপ্তরের পরিচালককে দেয়া এক চিঠিতে বলেন, ১৯৮০ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনিয়মিত কর্মচারীদের আত্তীকরণের জন্য দেয়া তালিকা থেকে ভুলক্রমে ওই কর্মচারীর নাম বাদ পড়ে। ওই চিঠিতে তিনি ওই কর্মচারীকে ০১/০৩/১৯৬৯ তারিখ হতে নিয়মিত করার সুপারিশ করেন। এই চিঠির আলোকে কর্মচারী পরিদপ্তরের পরিচালক ২৬/০৭/২০০০ তারিখে এক আদেশের মাধ্যমে তাকে ০১/০৩/১৯৬৯ তারিখ হতে নিয়মিত করে দপ্তরাদেশ দেন। এরপর ১০/০৩/২০০০ তারিখে তাকে চাকরি হতে পূর্ণ অবসর প্রদান করা হয়। পূর্ণ অবসরের পূর্বে তাকে ০১/১১/১৯৯৮ তারিখে নিয়মিত পদে আত্তীকরণ দেখিয়ে চাকরির মেয়াদ ১ বছর ৪ মাস ১০ দিন হিসাব করে পেনশনের পরিবর্তে গ্র্যাচুইটি হিসাবে ১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকা প্রদান করা হয়। তিনি পেনশনের পরিবর্তে গ্র্যাচুইটি প্রদানের বিষয়ে আপত্তি জানিয়ে ০৪/০৪/২০০৭ তারিখে পঞ্চগড় সেনা ক্যাম্পের অধিনায়ক বরাবরে আবেদন করলে সেনা ক্যাম্প কর্তৃক ওই আবেদন বাপাউবো’র হিসাব রক্ষণ পরিদপ্তরের পরিচালক বরাবরে পাঠানো হয়। ওই আবেদনের পর বাপাউবো’র হিসাব রক্ষণ পরিদপ্তর থেকে তাকে জানানো হয় ওই অবসরপ্রাপ্ত কর্মচারীর গ্র্যাচুইটির পরিবর্তে তাকে পেনশন প্রদানের সুযোগ নাই। সর্বশেষ তিনি ০৪/০৭/২০১৯ তারিখে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে পঞ্চগড়ে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী গণ শুনানিতে পুনরায় আবেদন করেন। গণ শুনানিতে তিনি সমসাময়িক ৭ জন সেচ পরিদর্শক নিয়মিত পেনশন পেলেও তিনি পেনশন হতে বঞ্চিত হয়েছেন মর্মে আবেদন পুনঃবিবেচনা করার আবেদন করেন। উক্ত গণ শুনানিতে দুদক কমিশনার পাউবো’র পঞ্চগড় পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এ ব্যাপারে পদক্ষেণ গ্রহণ ও কমিশনকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। এই নির্দেশের আলোকে পাউবো’র নির্বাহী প্রকৌশলী ১৯/০৮/২০১৯ এবং ১৮/০২/২০২০ তারিখে পর পর দুইবার অবসরপ্রাপ্ত সহকারী পাম্পচালক মাইনউদ্দীন পেনশন পাওয়ার যোগ্য কিনা তা জানার জন্য বাপাউবো’র কর্মচারী পরিদপ্তরের পরিচালক বরাবরে একটি চিঠি দেন। কিন্তু সেই চিঠির জবাব এখনো আসেনি। পেনশন সুবিধা বঞ্চিত মাইনউদ্দীন আহম্মেদ বলেন, একজন কর্মকর্তার ভুলের জন্য আমাকে পেনশন সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এই ভুলের দায় তো আমার না। ৩৩ বছর চাকরি করে আমি ২০ বছর আগে অবসরে গেলেও এখনো পর্যন্ত পেনশন সুবিধা না পেয়ে একটি জরাজীর্ণ বাসায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে বলেন, শেষ বয়সে হলেও পেনশন সুবিধার ব্যবস্থা করা হলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। এ বিষয়ে পঞ্চগড় পানি উন্œয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান জানান, আমি পঞ্চগড়ে নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। ওই লোক আমার কাছে এসে বিস্তারিত জানালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে