কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মানবজমিন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল পাঁচটায় হাটহাজারী বড় মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে। এরপর হেফাজত নেতাকর্মীরা সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাটহাজারী বাজার, বাসস্টেশন, কলেজ গেট, কাচারি সড়ক দিয়ে ডাকবাংলো চত্বরে এসে মিছিল সমাপ্ত করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের মহাসচিব, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। এ সময় জুনায়েদ বাবুনগরী বক্তব্যে বলেন, ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নবী মুহাম্মদ (সা.)কে অবমাননা করে বিশ্ব মুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল (সা.) এর  অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে। কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় রাসুল (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে আগামী শুক্রবার সারা দেশে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে