কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক দিনে সংক্রমিত ৩৬ হাজার ৪৭০, তিন মাসে সর্বনিম্ন, সুস্থতার হার ৯০.৬২%

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১০:৩৩

মোট করোনা সংক্রমিতের নিরিখে ৮০ লক্ষের কোটা পার করে ফেলার পথে ভারত। কিন্তু দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছে। তিন মাসেরও বেশি সময় পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৩০ হাজারের কোটায় নেমে এসেছে। মানবশরীরে অক্সফোর্ডের তৈরি কোভিড টিকা প্রয়োগের প্রস্তুতি যখন তুঙ্গে, সেইসময় ভারতে দৈনিক সংক্রমণ নিম্নুমুখী হওয়ায় আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৪৭০ জন নতুন করে নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ১৮ জুলাইয়ের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এত নীচে নামল। ওই একই সময়কালে আমেরিকায় ৬৬ হাজার ৬৬২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭২১ জন। ২৩ অক্টোবর থেকে ভারতে দৈনিক সংক্রমণ ক্রমশ নিম্নমুখী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও