কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোটচাঁদপুরে দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

মানবজমিন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৯:২৯

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এত খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার রাত পৌনে দু’টার দিকে এ সংঘর্ষ হয়। সাব্দালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন ১ নম্বর লাইনে ছিল। খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয়। ট্যাংকের সব তেল পড়ে যায়।গোলাম মোস্তফা আরও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে