কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার মার্কিন রাষ্ট্রদূতের ওপর ইরানের নিষেধাজ্ঞা

ডেইলি বাংলাদেশ ইরান প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৫:৪৩

ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ডে সন্ত্রাসবাদী অবস্থা নেয়ার অভিযোগ তুলে এই পদক্ষেপ নিলো তারা। শুক্রবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, ম্যাথিউ টুয়েলার ও ইরাকের দুইজন মার্কিন কূটনীতিক ইরানের সরকার ও নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সংগঠিত করে।

সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, নেতৃত্বদান ও প্রতিরোধের সঙ্গে তারা কার্যকরভাবে জড়িত রয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাগদাদের বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলায়মানি হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলো বলেও অভিযোগ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও